পাংশায় উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং॥৫জন ব্যবসায়ীর জরিমানা

মোক্তার হোসেন || ২০২৩-০৪-০৫ ১৫:১৬:৫৪

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ৫ই এপ্রিল বাজার মনিটরিং করার সময় ভোক্তা অধিকার আইনে ৫জন ব্যবসায়ীর প্রত্যেকের ২হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
  জানা যায়, পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে গতকাল বুধবার পাংশা পৌর শহরের মাছ বাজার, মাংস বাজার, মুরগি বাজার ও ফল বাজারসহ আশপাশের দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমান আদালতে মুরগি বাজারের আব্দুল আলীম, আইয়ুব আলী ও জাহাঙ্গীর হোসেন এবং মাংস বাজারের আবু বক্কার ও রতন মন্ডলকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।
  ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ভেজাল খাদ্য ও বেশি দামে পণ্য বিক্রি না করতে জনসচেতনতামূলক মতামত ব্যক্ত করেন তিনি। এ সময় পাংশা থানার এসআই রবিউল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com