জাটকা সংরক্ষণ সপ্তাহের শেষ দিনের অভিযানে চায়না জাল জব্দ করে ধ্বংস

মইনুল হক মৃধা || ২০২৩-০৪-০৭ ১৫:০৯:১৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জাটকা সংরক্ষণ সপ্তাহের ৭ম দিনে গতকাল ৭ই এপ্রিল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে পদ্মা নদীর কুশাহাটা থেকে কলাবাগান পর্যন্ত ১লক্ষ ২০ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

  গতকাল ৭ই এপ্রিল সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসার ও নৌ পুলিশের সদস্যরা এ অভিযান চালায়। 

  অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) মোঃ শাহরিয়ার জামান সাবুসহ নৌপুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে দুপুরে দৌলতদিয়া লঞ্চঘাটে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com