টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাজবাড়ী জেলা যুবলীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদন

শিহাবুর রহমান || ২০২৩-০৪-০৭ ১৫:১৪:০৩

image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে রাজবাড়ী জেলা যুবলীগ।

  গতকাল ৭ই এপ্রিল দুপুরে নবগঠিত জেলা কমিটির সভাপতি মোঃ শওকত হাসান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সৌধের বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।

  এ সময় উপস্থিত সবাই বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্য ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

  এ সময় যুবলীগ নেতা মোঃ মোস্তাফিজুর রহমান শরীফ, শাফায়েত আলী সাফা, দিদারুল হক হিরু, মীর রফিকুল হক আজিম, বাদল কুমার দে, নজরুল ইসলাম নজো, রাজু আহম্মেদ চুন্নু, মনিরুল ইসলাম মঈন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক খোন্দকার আনিছুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ জেলা ও ৫টি উপজেলার দুইশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  পরে বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com