রাজবাড়ীতে হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে মালিকের হাতে তুলে দিল পুলিশ

হেলাল মাহমুদ || ২০২৩-০৪-০৮ ১৫:০৫:৪২

image

হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে মালিক কানিজ ফাতেমার হাতে ফিরিয়ে দিয়েছে রাজবাড়ী থানার পুলিশ।
  গতকাল ৮ই এপ্রিল সকালে রাজবাড়ী থানার ইন্সপেক্টর(তদন্ত) উত্তম কুমার ঘোষ ল্যাপটপটির মালিক কানিজ ফাতেমা হাতে তুলে দেন।
  উল্লেখ্য, গত ২৭শে মার্চ নিজ বাড়ী থেকে ইসলামী ব্যাংকের উদ্দেশ্যে যাওয়ার পথে ভুল করে অজ্ঞাতনামা রিক্সার উপর ব্যবহৃত ল্যাপটপটি ফেলে রেখে যান মোসাঃ কানিজ ফাতেমা।   
  এ ঘটনায় তিনি রাজবাড়ী থানায় একটি জিডি করেন। এরপর ল্যাপটপটি উদ্ধারে কাজ শুরু করে রাজবাড়ী থানার পুলিশ। অবশেষে ল্যাপটপটি উদ্ধার করা হয় এবং গতকাল ৮ই এপ্রিল সেটি কানিজ ফাতেমার হাতে তুলে দেওয়া হয়।
  হারিয়ে যাওয়া ল্যাপটপ হাতে পেয়ে কানিজ ফাতেমা পুলিশকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com