রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরে নতুন প্রতিষ্ঠিত এসএন মেডিকেল সেন্টারে গতকাল ৯ই এপ্রিল প্রথমবারের মতো বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি পালিত হয়েছে।
বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ বেশ কিছু সংখ্যক ব্যক্তি বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। ডায়াবেটিস ও মেডিসিন অভিজ্ঞ ডাঃ সুজন কুন্ডু বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
জানা যায়, গতকাল রবিবার বেলা ১১টার দিকে বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচিতে প্রথমে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, এরপর পর্যায়ক্রমে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক মীর শওকত আলী, পাংশা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা(কার্তিক সাহা) প্রমূখ চিকিৎসা সেবা গ্রহণ করেন। দুপুর ২টা পর্যন্ত নারী-পুরুষ বেশ কিছু সংখ্যক ব্যক্তি বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন বলে তথ্য নিশ্চিত করেন এসএন মেডিকেল সেন্টারের পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী উত্তম কুমার কুন্ডু।
এ ব্যাপারে উত্তম কুমার কুন্ডু বলেন, এসএন মেডিকেল সেন্টার ব্যবসায়ীক মনোভাব নিয়ে নয় সেবামূলক ব্রত নিয়ে পথচলা শুরু করেছে। সর্বসাধারণকে সেই মেসেজটি জানান দিতেই প্রথমবারের মতো বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রতি সপ্তাহে ১দিন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। কোন রোগীর যদি প্যাথলজিক্যাল টেস্ট প্রয়োজন হয় তার জন্য ৪০% ছাড় রয়েছে। মুক্তিযোদ্ধা ও হতদরিদ্রদের জন্য প্যাথলজিক্যাল টেস্টে শতভাগ ছাড় দেওয়া হচ্ছে। আগামী বৃহস্পতিবার ১৩ই মার্চ সেডিসিন ও শিশুরোগ অভিজ্ঞ ডাঃ দীপন কুমার এসএন মেডিকেল সেন্টারে রুগী দেখবেন বলে জানান তিনি।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান অভিমতে জানান, এসএন মেডিকেল সেন্টারে পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচলিত হচ্ছে। পরিচ্ছন্ন পরিবেশ ও দক্ষতার সাথে চিকিৎসা সেবা অব্যাহত থাকলে এসএন মেডিকেল সেন্টার জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হবে।
এ সময় এসএন মেডিকেল সেন্টারের পরিচালক পারভেজ খান সোহেল ও মোঃ নাজমুল কাদের সবুজসহ এসএন মেডিকেল সেন্টারের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এস.এন. মেডিকেল সেন্টারের চেয়ারম্যান ডাঃ পরিমল কুমার কুন্ডু, ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ কুন্ডু, পরিচালক উত্তম কুমার কুন্ডু, পরিচালক মোঃ নাজমুল কাদের সবুজ, পরিচালক পারভেজ খান সোহেল, পরিচালক দেব কুমার ঘোষ ও পরিচালক সুজয় কুমার কুন্ডুর সমন্বয়ে পাংশা শহরের প্রাণকেন্দ্রে থানা রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গত ৩১ শে মার্চ দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে এস এন মেডিকেল সেন্টারের যাত্রা শুরু হয়েছে। খুব শিঘ্রই এস.এন. মেডিকেল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com