সোনাকান্দরে স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

রফিকুল ইসলাম || ২০২৩-০৪-০৯ ১৪:৫৭:০১

image

পবিত্র মাহে রমজান উপলক্ষে গতকাল ৯ই এপ্রিল রাজবাড়ী সদর উপজেলার মিজানুর ইউনিয়নের সোনাকান্দর হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় রোজাদারদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে লন্ডন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা আল খায়ের ফাউন্ডেশন।

  ইফতার মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থীরাসহ এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার ৬শতাধিক রোজাদার অংশ গ্রহণ করেন।
  ইফতার মাহফিলে মিজানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ টুকু মিজি, আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, রাজা সূর্য কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাক, রাজবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর আবু হাসান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, রাজবাড়ী সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হোসেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক গাজী সাফায়েত হোসেন সাচ্চু ও মজুন মন্ডল, মিজানপুর ইউনিয়ন পরিষদের সচিব সৈয়দ মেহেদী মাসুদ ও আল খায়ের ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেকটর তারেক মাহমুদ সজীবসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
  ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সোনাকান্দর জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আসাদুজ্জামান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com