কালুখালীতে আওয়ামী লীগ নেতা টিপুর উদ্যোগে পথচারী-শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার বিতরণ

মিঠুন গোস্বামী || ২০২৩-০৪-০৯ ১৪:৫৭:২৩

image

 পবিত্র মাহে রমজান উপলক্ষে পথচারী, শ্রমজীবী, দরিদ্র মানুষের মধ্যে ইফতারী বিতরণ করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সোহেল রানা টিপু। 
  গতকাল ৯ই এপ্রিল বিকালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মোহনপুর ও সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
  শেখ সোহেল রানা টিপু বলেন, যে কোনো মানবিক কাজের সাথে আছি। আমাদের মানবিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, তা অতুলনীয়। তার কাছ থেকে অনুপ্রেরণা নিয়েই তার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে যে কোনো মানবিক কাজ করতে প্রস্তুত আছি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com