বালিয়াকান্দিতে ১৩ই এপ্রিল থেকে কুকুরের জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা শুরু হবে

তনু সিকদার সবুজ || ২০২৩-০৪-১০ ১৫:৫০:৫৯

image

কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান(এমডিভি) কার্যক্রম উপলক্ষে গতকাল ১০ই এপ্রিল সকালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
  উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাসির উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা  ডাঃ মানেবেন্দ্র মজুমদার, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস আলম, বালিয়াকান্দি থানার এসআই মাসুদ ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
  উল্লেখ্য, ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষে বালিয়াকান্দিতে আগামী ১৩ই এপ্রিল থেকে শুরু হওয়া এই টিকা কার্যক্রম চলবে ১৭ই এপ্রিল পর্যন্ত। ৭টি ইউনিয়নে একযোগে এই টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হবে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com