পাংশায় জলাতঙ্ক রোগ নির্মূলে কুকুরের টিকাদান বাস্তবায়নে অবহিতকরণ সভা

মোক্তার হোসেন || ২০২৩-০৪-১০ ১৫:৫৭:০২

image

 দেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল অপারেশন প্লানের জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় দ্বিতীয় রাউন্ড এমডিভি কার্যক্রম (১৩-১৭) এপ্রিল ২০২৩ বাস্তবায়ন করা হবে। 
  এ লক্ষ্যে গতকাল ১০ই এপ্রিল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পাংশা উপজেলা স্বাস্থ্য বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।
  জানা যায়, গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানাৎ আল মতিনের সভাপতিত্বে ও পাংশা উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমানের সঞ্চালনায় অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী মাস্টার ও পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাঃ ফাহিম এনাম। বিষয়ভিত্তিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সংশ্লিষ্ট দপ্তরের সুপারভাইজার কাওছার আহমেদ।
  অবহিতকরণ সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি। এ রোগে মৃত্যুর হার শতভাগ। জলাতঙ্ক রোগটি মূলত কুকুরের কামড় বা আচঁড়ের মাধ্যমে ছড়ায়। এছাড়াও বিড়াল, শিয়াল, বেজী ও বানরের কামড় বা আচঁড়ের মাধ্যমেও এ রোগ হতে পারে। কুকুর বিভিন্ন স্থানে চলাচল করে। তাই কুকুরের মাধ্যমে এ রোগটি বেশি ছড়ায়। শিশুসহ সব বয়সের মানুষের জলাতঙ্ক রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি হওয়া খুবই জরুরী। সভায় জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি বাস্তবায়নে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্বারোপ করা হয়।
  সভায় পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মেডিকেল অফিসার ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com