মাটি ব্যবসায়ীর হাতে শিক্ষক লাঞ্চিত করার ঘটনায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল প্রদর্শন ও প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেছে উপজেলার তিন শতাধিক শিক্ষক-কর্মচারীরা।
গতকাল ১৩ই এপ্রিল সকালে সমিতির নিজস্ব কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানেই ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন শিক্ষকরা।
উপযুক্ত শাস্তির দাবীতে মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, থানা অফিসার ইনচার্জ(ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।
জানা যায়, নিজ পুকুরের মাটি বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ২৬শে মার্চ বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামের মাটি ব্যবসায়ী মুক্তার হোসেন আড়কান্দি উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক মোহাম্মাদ আব্দুল কাদের ভূঁইয়াকে শারীরিক ভাবে নির্যাতন করে। এ ঘটনায় আব্দুল কাদের ভূঁইয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ৭ই এপ্রিল প্রধান আসামী মুক্তার হোসেনকে গ্রেফতার করে ৮ই এপ্রিল আদালতে সোপর্দ করলে ওই দিনই জামিনে তিনি ছাড়া পান। জামিনে এসেই তিনি মামলা তুলে নেওয়ার জন্য হুমকি প্রদান করছেন বলেও অভিযোগ করেন শিক্ষক আব্দুর কাদের ভূঁইয়া।
প্রধান শিক্ষক আব্দুল আলীমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মোঃ আব্দুল মজিদ শেখ, সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা, আব্দুস সালাম, মাহবুব আলম ও শিক্ষক মুন্সী আমীর আলী প্রমুখ।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com