রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৪ই এপ্রিল “নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতির হাত ধরি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন করা হয়েছে।
জানা যায়, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার-ফেস্টুন সহকারে মঙ্গল শোভাযাত্রা বের করে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমবেত হয় সর্বস্তরের লোকজন। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জাতীয় সংগীতের পর এসো হে বৈশাখ সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড মাসুদুর রহমান রুবেল, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, পাংশা উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও পাংশা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী উপস্থিত সকলকে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সকাল ৯টায় শুরু হয়ে সকাল সাড়ে ১০টায় কর্মসূচি শেষ হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com