ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে ব্যক্তি উদ্যোগে ৪শ জন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার শেখ।
গতকাল ১৫ই এপ্রিল সকালে দাদশী ইউনিয়নের সিঙ্গা বাজার এলাকায় নিজ বাড়ীতে এসব মানুষের হাতে ঈদ উপহার হিসেবে লুঙ্গি, শাড়ী ও পাঞ্জাবী তুলে দেন তিনি।
এ সময় দাদশী ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য জনি মন্ডল, চেয়ারম্যানের চাচা বিল্লাল শেখ, স্থানীয় রহমান খান, রমজান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার শেখ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে আমার ইউনিয়নের ৪শত অসহায় মানুষের হাতে ঈদ উপহার তুলে দিবো। সকালে ১শত জনের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও ৩শ জনের মাঝে এই ঈদ উপহার দেওয়া হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com