কালুখালীতে বন্যার্তদের মাঝে মহিলা পরিষদের ত্রাণ বিতরণ

মনির হোসেন || ২০২০-০৯-০৫ ১৪:৩৭:৪৬

image

রাজবাড়ী জেলার কালুখালীতে গতকাল ৫ই সেপ্টেম্বর দুপুরে মহিলা পরিষদের উদ্যোগে বন্যার্তদের মধ্যে চাল ও শিশু খাদ্য গুড়া দুধ বিতরণ করা হয়েছে।
  কালুখালী উপজেলার রূপসা মেধা চয়ন একাডেমিতে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ উদ্বোধন করেন জেলা মহিলা পরিষদের সহ-সভানেত্রী মীর মাহাফুজা খাতুন মলি। 
  এ সময় রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা পরিষদের সদস্য মেহেদী হাচিনা পারভীন নিলুফা, জেলা মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক সাহারা খাতুন, সদস্য নাজমুন নাহার, সদস্য সাহিদা সুলতানা, শাহিনা সুলতানা, সৈয়দা সামসুন্নাহার সেন্টি, উপজেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ফাতেমা পারভীন ও আন্দোলন সম্পাদক তাহমিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, ত্রাণ বিতরণ শেষে রূপসা মেধা চয়ন একাডেমির স্কুল আঙ্গিনায় বৃক্ষ রোপন করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com