বালিয়াকান্দিতে ঈদুল ফিতর উপলক্ষে ৭টি ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২৩-০৪-১৮ ১৫:১১:২০

image

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে গতকাল ১৮ই এপ্রিল হতদরিদ্রদের মধ্যে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
  জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে জামালপুর ইউনিয়নে ২২৮০জন, বালিয়াকান্দি সদর ইউনিয়নে ২০৯১জন, নারুয়া ইউনিয়নে ১৯৫১জন, জঙ্গল ইউনিয়নে ১৫৩৮ জন, নবাবপুর ইউনিয়নে ২৮৭০ জন, ইসলামপুর ইউনিয়নে ২৩৪৬ জন ও বহরপুর ইউনিয়নে ২৬১৩ জন হতদরিদ্রদের মধ্যে এ চাল বিতরণ করা হয়।
  গতকাল মঙ্গলবার সকালে জামালপুর ইউনিয়ন পরিষদে চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম।
  এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ফরিদ হোসেন বাবু মিয়া উপস্থিত ছিলেন। পরবর্তীতে অন্যান্য ইউনিয়নে চাল বিতরণ করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com