দৌলতদিয়ায় নৌ পুলিশের অভিযানে ফেরীতে জুয়াড়ি চক্রের নৌকা জব্দ

মইনুল হক মৃধা || ২০২৩-০৪-২০ ১৭:২৬:০২

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলরত ফেরীতে জুয়া খেলতে আসা ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করেছে নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ।
  গতকাল ২০শে এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে এ ঘটনা ঘটে। 
  দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জে এম সিরাজুল কবির জানান, ট্রলার যোগে জুয়ারী পার্টি জুয়া খেলার জন্য বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরীতে উঠে। এমন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি টিম ওই ফেরীতে অভিযান চালায়। এ সময় জুয়ারী দল পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ইঞ্জিন চালিত ট্রলার রেখে কৌশলে পালিয়ে যায়। পরে ফরিদপুর অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপারের নির্দেশে ট্রলারটি জব্দ করে রাখা হয়। 
  তিনি বলেন, আমরা পদ্মা নদীতে রাতে ও দিনে সর্বক্ষণ নজরদারী রেখেছি, যেন কোন জুয়ারী দল ফেরীতে উঠতে না পারে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com