রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামে গত ২৬শে এপ্রিল দিবাগত রাত ১টার দিকে বঙ্গবন্ধু সরকারী কলেজের খেলার মাঠে থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি একনালা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ ৩জনকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের খামারডাঙ্গী গ্রামের লম্বা ছাত্তারের ছেলে সালমান শাহ(২৯), পাট্টা ইউনিয়নের বিল জোনা গ্রামের মৃত কালিপদ সিংহের ছেলে কৃষ্ণ চন্দ্র সিংহ(৫২) ও কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের আকরাম খানের ছেলে কাজল খান(৩৬)।
পাংশা মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ মাহাবুর রহমান মামুন জানান, ঘটনার রাতে থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালে খবর আসে খামারডাঙ্গী গ্রামে বঙ্গবন্ধু সরকারী কলেজের খেলার মাঠে কতিপয় ডাকাত আগ্নেযান্ত্র ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে প্রস্তুত গ্রহণ করছে। বিষয়টি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমানকে জানানো হয় এবং তার(ওসি) নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যায়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি লোহার তৈরী দেশীয় সক্রিয় একনালা বন্দুক, দুইটি তাজা কার্তুজ, তিনটি ধারালো ছোরা ও একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়।
এ ঘটনায় গতকাল ২৭শে এপ্রিল তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। একই দিন তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com