পাংশায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মোক্তার হোসেন || ২০২৩-০৪-২৮ ১৭:২৩:৩২

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ২৮শে এপ্রিল “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

  জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাদ্যযন্ত্র ও ব্যানার সহকারে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রাণবন্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুস সালাম সিদ্দিকী, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান ও এডভোকেট একেএম শহিদুজ্জামান প্রমূখ বক্তব্য রাখেন।

  বক্তারা সর্বস্তরের মানুষের মধ্যে আইনগত সহায়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বারোপ করেন। উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

  অনুষ্ঠানে পাংশা মডেল থানার এসআই সাদিকুজ্জামান, যশাই ইউপির চেয়ারম্যান ও যশাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু হোসেন খান, এডভোকেট রেশমা নাহার মাহমুদা, এডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা, এডভোকেট মনোয়ারা খাতুন, উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী জাকির হাসান, পরিসংখ্যান কর্মকর্তা মাহাবুব হোসেন, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, রির্সোস সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রফিকুল ইসলামসহ জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইউপি সচিব ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com