রাজবাড়ীর উড়াকান্দা বাজারে ছাত্রলীগ নেতা সবুজ হত্যার বিচার দাবীতে মানববন্ধন পালন

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৩-০৪-২৮ ১৭:২৮:৪৫

image

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা বাজারে গতকাল ২৮শে এপ্রিল বরাট ইউনিয়নবাসীর উদ্যোগে সকালে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ সুমন সবুজ হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
  মানববন্ধন ও প্রতিবাদ সভায় বরাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশাদ আলী সরদার, সহ-সভাপতি শহিদ মোল্লা, সাধারণ সম্পাদক ও নিহত সবুজের চাচা শেখ ফরিদ, বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, নিহত সবুজের পিতা শেখ সামসুল আলম বাবু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু প্রমুখ বক্তব্য রাখেন।
  বক্তারা বলেন, বরাট এলাকায় মাদক ব্যবসা থেকে শুরু করে সকল প্রকার অবৈধ কর্মকান্ড করছে এক শ্রেণীর সন্ত্রাসীরা। তাদের কর্মকান্ডে বাধা হয়ে দাঁড়ানোর কারণে সবুজকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। সন্ত্রাসীদের আধিপত্য ঠিক রাখতেই এ হত্যাকান্ড ঘটানো হয়েছে। সবুজের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
  উল্লেখ্য, পবিত্র ঈদুল ফিতরের পর দিন গত ২৩শে এপ্রিল দিনগত রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা গ্রামের শামসুল আলম শেখের ছেলে বরাট ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সুমন সবুজকে নিজ বাড়ীতে ঘরের মধ্যে গুলি করে একদল দুর্বৃত্ত। ওই দিনই রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সবুজ মারা যায়। এ ঘটনায় নিহত সবুজের বন্ধু সজীব গুলিবিদ্ধ হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
  এ হত্যাকান্ডের ঘটনায় গত ২৫শে এপ্রিল বিকেলে নিহতস সুমনের পিতা শামসুল আলম বাদী হয়ে অজ্ঞাতনামা ৪০/৪৫ জনকে আসামী করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
  ছাত্রলীগ নেতা সবুজ হত্যা মামলায় এ পর্যন্ত ২জনকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানা গেছে।
  গ্রেফতারকৃতরা হলো- সদর উপজেলার বরাট ইউনিয়নের গোপালবাড়ী গ্রামের দিরাজ আলী শেখের ছেলে গোলাম মোস্তফা(৩৪) ও হাউলি জয়পুর এলাকার আলমগীর হোসেনের ছেলে আজিজুল ইসলাম যুবরাজ(২১)। এদের মধ্যে মোস্তফা পেশায় একজন ভেটেরিনারী পল্লী চিকিৎসক।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com