রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল ২৮শে এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনী সেবার দ্বার উন্মোচন”।
সকালে বেলুন ও পায়রা উড়িয়ে জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বরে দিবসটির উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন।
এরপর একই স্থানে লিগ্যাল এইড মেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা ও দায়রা জজ আদালত চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজবাড়ী পৌরসভার অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক আবু কায়সার খান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা বার এসোসিয়েশনের সভাপতি ও জিপি এডঃ মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুর রাজ্জাক, পিপি এডঃ মোঃ উজির আলী শেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এডঃ খান মোঃ জহুরুল হক, সিনিয়র আইনজীবী এডঃ মনোয়ারুল হক ও প্যানেল আইনজীবী পীলা রানী সেন প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় স্বাগত রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ নাজনীন রেহানা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী জজ মোঃ মিলন আলী।
এ সময় জেলা বিচার বিভাগের বিচারকগণ, জেলা লিগ্যাল এইড কমিটির অন্যান্য সদস্যগণ, জেলা বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, লিগ্যাল এইড কার্যক্রমের সুবিধাভোগী ও আমন্ত্রিত অতিথিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার সভাপতির বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভীন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের তৃণমূল পর্যায়ের অসহায় দরিদ্র মানুষের বিনা খরচে আইনী সুবিধা প্রদানের লক্ষ্যে ২০১২ সালে এই কার্যক্রমকে জনগনের দোর গোড়ায় পৌছে দিতে আজকের এই দিনটিকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষনা করেন। তারই ধারাবাহিকতায় আজকে দেশের তৃণমূল পর্যায়ের সাধারণ অসহায় মানুষ বিনা খরচে লিগ্যাল এইড কার্যক্রমের মাধ্যমে আইনী সুবিধা পাচ্ছে। যার দ্বারা বঙ্গবন্ধুর স্বপ্ন বিনা খরচে দেশের মানুষকে আইনী সুবিধা প্রদান সেটি পূরণ হচ্ছে। আমাদের সকলের উচিত দেশের তুণমূল পর্যায়ের মানুষকে এই কার্যক্রম সম্পর্কে অবহিত করাসহ ব্যাপক প্রচারণা চালানো। যাতে তারা যে কোন আইনী সুবিধা বিনা খরচে পেতে পারে। আর আমরা যদি দেশের অসহায় মানুষগুলো যাদের আইনী খরচ চালানোরমত সামর্থ নাই তাদের কাছে সেই সুবিধা পৌছে দিতে পারি তবেই বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে পূরণ করতে পারবো বলে আমি আশা করি।
তিনি তার বক্তব্যে লিগ্যাল এইড কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন ও জেলা লিগ্যাল এইডের সাথে সংশ্লিষ্ট সকলের মাধ্যমে যাতে এই কার্যক্রম রাজবাড়ী জেলায় সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয় সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আবু কায়সার খান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চৌধুরী মোঃ মাহবুবুর রহমান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনসহ অন্যান্য লিগ্যাল এইড কার্যক্রমের বিভিন্ন বিষয়সহ বর্তমান সরকারের দেশের উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন এবং জেলার তৃণমূল পর্যায়ে যাতে লিগ্যাল এইড কার্যক্রম আরো প্রসারিত করা যায় সে লক্ষ্যে সকলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com