দৌলতদিয়া ঘাটে কর্মমুখী মানুষের চাপ বাড়লেও নেই কোন ভোগান্তি

মইনুল হক মৃধা || ২০২৩-০৪-২৯ ১৫:১৪:৩১

image

 প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটানোর পর ৮ম দিনে সরকারী, বেসরকারী ও গার্মেন্টসসহ বিভিন্ন স্থানে কাজে যোগ দিতে কর্মমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায়। 
  এসব যাত্রীর জন্য ঘাট এলাকায় অপেক্ষমান রয়েছে পর্যাপ্ত পরিমাণে যাত্রীবাহী লঞ্চ ও ফেরী। কাজেই ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গন্তব্যে অনায়াসে ছুটে যাচ্ছে কর্মমুখী এসব মানুষ।
  সরেজমিনে গতকাল ২৯শে এপ্রিল সকালে থেকে দুপুর ১টা পর্যন্ত ঘাটে অবস্থান করে দেখা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ফেরীতে যানবাহনের পাশাপাশি যাত্রীরা কম পার হচ্ছে। তবে সময় স্বল্পতার কারণে লঞ্চেই পদ্মা পারাপারে আগ্রহ বেশি দেখা গেছে যাত্রীদের। ঘাটে পর্যাপ্ত লঞ্চ থাকায় বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে প্রস্তুত লঞ্চ ঘাট কর্তৃপক্ষ।
  অপরদিকে, অনেকে ঈদের মধ্যে ছুটি না পাওয়ায় রাজধানী থেকে গ্রামের বাড়ীতে এখন ছুটে আসছে। অধিকাংশ লঞ্চই পাটুরিয়া ঘাট থেকে শতাধিকের উপরে যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে আসছে। পরে দৌলতদিয়া ঘাট থেকে লোকাল যানবাহনে বিভিন্ন জেলায় ফিরছে এসব ঘরমুখো মানুষ।
  চালক ও কর্মস্থলে ফেরা যাত্রীরা জানায়, ঈদ শেষে কাজে যোগ দিতে তারা ঢাকাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে। রবিবার থেকে কাজে যোগ দিতে হবে। ঈদের ছুটি শেষ হওয়ায় তারা কাজে ফিরছে। তবে এবার ছুটি বেশি পাওয়ায় ভালোভাবে ঈদের আনন্দ উপভোগ করে কাজে যাচ্ছে। এতে তারা অনেক খুশি।
  বিআইডব্লিউটিএ’র দৌলতদিয়া লঞ্চ ঘাটের ট্রাফিক পরিদর্শক মোঃ আফতাব হোসেন বলেন, গত ২৮শে এপ্রিল সকাল থেকে থেমে থেমে যাত্রীদের চাপ ছিলো। সেইসাথে গতকাল ২৯শে এপ্রিলও বেলা বাড়ার সাথে সাথে লঞ্চ ঘাটে রাজধানীগামী কর্মমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে। দৌলতদিয়া-পাটুরিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে মোট ৩২টি লঞ্চ রয়েছে। যাত্রীর চাপ বেশি থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২২টি লঞ্চ চলাচল করছে। বাকিগুলো রয়েছে আরিচা-কাজিরহাট নৌরুটে। বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে লঞ্চঘাট কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।
  আলহাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া ফেরী ও লঞ্চ ঘাটে কর্মমুখী মানুষের আজ বাড়তি চাপ থাকার কারণে আমরা মহাসড়কে সর্বক্ষনিক টহলে রয়েছি। আশা করছি যাত্রীরা  দুর্ভোগ ছাড়া তাদের কর্মস্থলে পৌছাতে পারবে।
  বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরী ঘাটের ব্যবস্থাপক বাণিজ্য মোঃ সালাহ উদ্দিন জানান, সরকারী ও বেসরকারী ছুটি শেষ হওয়ায় কাজে ফিরছে মানুষ। যানবাহন ও মানুষের চাপ থেমে থেমে বাড়ছে। তবে আজকের দিন পার হবার পর ঈদ ফেরত কর্মমুখী মানুষের চাপ কমে আসবে দৌলতদিয়া ঘাট এলাকায়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় ২০টি ফেরীর মধ্যে ১৮টি ফেরী যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে। তবে যাত্রীরা ঘাটে কোন ভোগান্তি ছাড়াই তাদের গন্তব্যে যেতে পারছে এবং ঘাটে এলাকায় দূর দূরান্ত থেকে আসা সকল যানবাহন গুলো সরাসরি ফেরীতে উঠতে পারছে। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে আরো দুটি ফেরী বহরে সংযুক্ত করা হবে বলে তিনি জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com