রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে গতকাল রবিবার এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট শাহ্ মোঃ সজীব। অন্য কেন্দ্রে রাজবাড়ী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল শিকদার
এসএসসিতে কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে বাংলা ১ম পত্রে ১১৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৩৬ জন অংশগ্রহণ করে।
কালুখালী দাখিল মাদরাসা কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয় প্রথম দিনে ২৫৫ জন এর মধ্যে ২৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
অপর দিকে মৃগী বহুমুখী উচ বিদ্যালয় কেন্দ্রে বাংলা ১ম বিষয় ৬৮২ জনের মধ্যে ৬৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com