বালিয়াকান্দির নারুয়ায় জমির সীমানা নির্ধারণ নিয়ে সংঘর্ষ

তনু সিকদার সবুজ || ২০২৩-০৪-৩০ ১৬:২৩:০৪

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামে গতকাল ৩০শে এপ্রিল সকালে জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৩জন আহত হয়েছে। 
  আহতরা হলো- শোলাবাড়িয়া গ্রামের আবু তালেব মন্ডলের ছেলে মোঃ ইসমাইল মন্ডল(৩৮) ও মোঃ খলিল মন্ডল(৪৫) এবং মধুপুর গ্রামের মৃত সোনাউল্লাহের ছেলে মোঃ ফিরোজ মোল্লা(৫০)। আহতরা বর্তমানে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি রয়েছে।
  স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে গতকাল ৩০শে এপ্রিল সকালে ইসমাইল মন্ডল ও ফিরোজ মোল্লার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দু’জন আহত হয়। স্বজনরা তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে জরুরী বিভাগের সামনে ফিরোজ মোল্লার লোকজন প্রতিপক্ষের ইসমাইল মন্ডলের বড় ভাই খলিল মন্ডলকে বেধড়ক মারপিট করে। এতে খলিল গুরুতর আহত হোন। আহত ৩জনই এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com