গোয়ালন্দে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মইনুল হক মৃধা || ২০২৩-০৫-০৩ ১৫:৫৩:২৩

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে।
  দিবসটি পালন উপলক্ষে গত ১লা মে দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্ত্বরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী বক্তব্য রাখেন। 
  এছাড়া বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সালু ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সিরাজুল হক বক্তব্য দেন।
  এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ উজ্জল মোল্লাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের(রেজি নং- ৩৫৭৮) সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক সরদার ও সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলু আবির। 
  প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী বলেন, ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, যা মহান মে দিবস হিসেবে বাংলাদেশসহ সারা বিশ্বে একসাথে পালিত হচ্ছে। এই দিবসটি আসলে আমাদের মনে পড়ে সুদূর আমেরিকার শিকাগো শহরের কথা। ১৮৮৩ সালের এই দিনে সেখানকার শ্রমিক ভাইয়েরা আট ঘন্টার বেশী কাজ না করার দাবী আদায়ের আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে আত্মাহুতি দিয়েছিলেন। তাদের সেই আত্মাহুতিকে শ্রদ্ধা জানিয়ে ‘১লা মে’ আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয়। বর্তমান সরকার শ্রমিক ও কৃষি বান্ধব সরকার। দেশের প্রতিটি মানুষকে কাজ করে খেতে হয়। আমরাও তার ব্যতিক্রম নই। আমাদের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। যার কারণে আমাদেরকে জনগণের উন্নয়নে কাজ করতে হয় এবং কি কাজ করলাম তার জন্য সরকার ও জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আপনারা যারা শ্রমিক আছেন তারা যে সেক্টরেই কাজ করেন না কেন মালিকদের সাথে সম্পর্ক ভালো রেখে কাজ করবেন।
  মালিকদেরও উচিত শ্রমিকদের সাথে ভালো আচরণ করা এবং শ্রমিকদের দিয়ে আট ঘন্টার বেশী কাজ করালে তাদেরকে ওভারটাইম দেওয়া। কোন প্রতিষ্ঠানে যদি ভালো মুনাফা হয় তাহলে সেই মুনাফার কিছু অংশ শ্রমিকদেরও দেওয়া। তাতে শ্রমিকরা খুশি হয়ে আরো ভালো কাজ করে। শ্রমিক ভাইদের উচিত আপনারা মালিকের যে আট ঘন্টা কাজ করবেন সেই কাজ মনোযোগ দিয়ে করা। তাতে মালিকের তথা দেশের উন্নতি হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com