মোসলেম উদ্দিন মনিরের ‘অনন্যা’ কাব্যগ্রন্থ প্রকাশিত

মোক্তার হোসেন || ২০২৩-০৫-০৪ ১৪:০৫:৫১

image

 শিক্ষকতার পাশাপাশি সাহিত্য চর্চা করে সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে নিজেকে সুপরিচিতি ও প্রতিষ্ঠিত করেছেন পাংশার হাবাসপুর কে.রাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসলেম উদ্দিন মনির। নাট্যকর্মী, আবৃত্তিকার ও ভাষ্যকার হিসেবেও তার ধকল কম নয়। এ বছর ঢাকায় বই মেলায় তার অনন্যা কাব্যগ্রন্থ সাহিত্য প্রেমীদের নজর কারে। ফেব্রুয়ারী-২০২৩ এ ৭৬টি কবিতা সম্বলিত ‘অনন্যা’ গ্রন্থটি পুথিনিলয় থেকে প্রকাশিত হয়েছে।
  কাব্যগ্রন্থটি প্রকাশের ক্ষেত্রে লেখক মোসলেম উদ্দিন মনির শ্রদ্ধাভাজন মোহাম্মদ আবু হেনা, ড. এম এ মাজেদ ও লন্ডন প্রবাসী ড. মোজাম্মেল হক এবং মরহুম ড. প্রফেসর কে.এম মোহসীনের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
  গতকাল ৪ঠা মে বিকালে এক সাক্ষাৎকারে কবি ও লেখক মোসলেম উদ্দিন মনির বলেন, শিক্ষাগুরু মনতোষ মৈত্র ও প্রয়াত গোপাল চন্দ্র দাসের অনুপ্রেরণায় তার সাহিত্যজগতে প্রবেশ। লেখালেখির ধারা অব্যাহত রাখতে নিজেকে সচেষ্ট থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সাথে হাবাসপুরের বাণী পাঠাগার এবং বাহাদুরপুরের তরুণ সংঘ ও পাঠাগারকে সাহিত্য চর্চায় অবদানের স্মৃতিচারণ করেন তিনি।
  মোসলেম উদ্দিন মনির ১৯৭০ সালের ১৭ই ডিসেম্বর পাংশার বাহাদুরপুর ইউপির লঘুনন্দপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মোকছেদ আলী ও মাতা রাহেলা খাতুন। পৈত্রিক নিবাস পাংশার হাবাসপুর ইউপির গঙ্গানন্দদিয়া গ্রামে। কবি, কথাশিল্পী, সম্পাদক ও সাহিত্য সংগঠক হিসেবে তিনি  নিবিড় ভাবে কাজ করছেন। ১০ বছর বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠকের দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ বাংলা সাহিত্য পরিষদ থেকে পদকপ্রাপ্ত লেখক তিনি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com