বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে ৩২ প্রহরব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান শুরু

তনু সিকদার সবুজ || ২০২৩-০৫-০৫ ১৫:১৯:১৪

image

বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরে গতকাল ৫ই ভোর থেকে শুরু হয়েছে ৩২ প্রহরব্যাপী মহা নামযজ্ঞানুষ্ঠান।

আগামী ৯ই মে শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরতি ও মহা প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে এ মহা নামযজ্ঞানুষ্ঠান সমাপ্ত হবে।

নামযজ্ঞানুষ্ঠানে মধুর হরিনাম পরিবেশন করেন মাদারীপুর জেলার স্বপন বড়ালের শ্রীমন মহাপ্রভু সম্প্রদায়, গোপালগঞ্জ জেলার অনিমা বাইনের প্রভু প্রিয়া সম্প্রদায়, পিরোজপুর জেলার রমা রায়ের ব্রজের মাধুরী সম্প্রদায়, খুলনা জেলার কৃষ্ণা রাণীর শিশুকৃষ্ণ সম্প্রদায়, নেত্রকোনা জেলার নিতাই চক্রবর্তীর জগদ্বন্ধু সম্প্রদায় ও রাজবাড়ী জেলার নৃপেন্দ্রনাথ মন্ডলের অদ্বৈত সম্প্রদায়।

বালিয়াকান্দি মহাশ্মশান ও কেন্দ্রীয় মন্দিরের সভাপতি যোগেশ চন্দ্র সমাদ্দার ও সাধারণ সম্পাদক চন্দ্রনাথ কুন্ডু বলেন, প্রতিবছরের ন্যায় আমরা মহা নামযজ্ঞানুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের দেশের সব সুনামধন্য শিল্পীরা নাম সুধা পরিবেশন করছেন। হাজার হাজার ভক্তরা নজমসুধা উপভোগ করছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com