পাংশায় মৌরাট ও বাবুপাড়া ইউনিয়নে ব্রি-ধান ৮৯জাতের মাঠ দিবস অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২৩-০৫-১০ ১৮:১০:০০

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১০ই মে বিকালে মৌরাট ও বাবুপাড়া ইউপিতে চলতি রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর ব্রি-ধান ৮৯ জাতের পৃথক দু’টি মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, বিকালে মৌরাট ইউপির বড় চৌবাড়ীয়া গ্রামে এবং বাবুপাড়া ইউপির কুড়িপাড়া গ্রামে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

পৃথক এ মাঠ দিবসে ব্রি-ধান ৮৯ জাতের ফলন ও পরিচর্যার বিষয়ে কৃষকদের মাঝে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন ও উপসহকারী কৃষি কর্মকর্তা সোলায়মান হোসেন।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com