বালিয়াকান্দির পাইককান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মিনার নির্মাণ কাজের উদ্বোধন

তনু সিকদার সবুজ || ২০২৩-০৫-১২ ১৪:২৮:৩৩

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ঐতিহ্যবাহী পাইককান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের মিনার নির্মাণ কাজ শুরু হয়েছে।

গতকাল ১২ই মে সকালে পাইককান্দি গ্রামের সাত সমাজের প্রতিনিধি, ঈদগাহ পরিচালনা কমিটি, উপদেষ্টামন্ডলী ও দাতা সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি এ মিনার নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় পাইককান্দি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সভাপতি গিয়াস উদ্দিন আল মাসুদ কিরণ, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাজল, গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হাজী আব্দুল আজিজ সিকদার, দাতা সদস্য সাংবাদিক গোলাম মোর্তবা রিজুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

দাতা সদস্য সাংবাদিক গোলাম মোর্তবা রিজু জানান, বালিয়াকান্দি উপজেলার মধ্যে সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান এটি। বংশাক্রমানুসারে এখনো এই ঈদগাহ ময়দানে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রেখে ৭ সমাজের প্রায় ৪ চার হাজার ধর্মপ্রাণ মুসল্লী পবিত্র ঈদের নামাজ আদায় করে থাকে। এলাকাবাসীর নিজস্ব অনুদানে এ মিনার নির্মাণ কাজের শুভ সূচনা করা হলো।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com