পাংশায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকের মাঝে ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্র বিতরণ

মোক্তার হোসেন || ২০২৩-০৫-১৫ ১৪:৫৩:০৯

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ১৫ই মে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন সহায়তার (ভর্তুকি)’র আওতায় ৬জন কৃষকের মাঝে কৃষি যন্ত্র বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আঃ আলীম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বর্তমান সরকারের কৃষি ও কৃষকের উন্নয়নে সময়োপযোগী নানা কর্মসূচী তুলে ধরেন। কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্বারোপ করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ জানান, উন্নয়ন সহায়তার (ভর্তুকি)’র আওতায় ৬জন কৃষকের মাঝে ৪টি রিপার ও ২টি পাওয়ার থ্রেসার প্রদান করা হয়। সুবিধাভোগী কৃষকরা হলেন, বাবুপাড়া ইউপির বালিয়াডাঙ্গী গ্রামের মোঃ আরজান মন্ডল, একই ইউপির ভুরকুলিয়া গ্রামের কাওসার মন্ডল, যশাই ইউপির মনিরামপুর গ্রামের মেহেদী হাসান, একই ইউনিয়নের ঢেঁকিপাড়া গ্রামের ওয়াজেদ প্রামানিক, মৌরাট ইউপির কাজিয়ালপাড়া গ্রামের শাহাবুদ্দিন ও পাট্টা ইউপির তেবাড়ীয়া গ্রামের নাঈমুর রহমান রাজ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com