পদ্মা নদীতে ইলিশ (জাটকা) আহরণে বিরত থাকা রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের নিবন্ধিত ২৬০জন জেলে পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে।
গতকাল ১৬ই মে দিনব্যাপী খানগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তফা-আল-রাজীব। এসময় প্রত্যেক জেলেকে ২ মাসের জন্য ৮০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় খানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শরিফুর রহমান, সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, ইউপি সচিব এনামুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com