রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে ব্যক্তিগত পরিছন্নতা ও স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ই মে সকালে সোশাল মার্কেটিং কোম্পানী (এসএমসি) কুষ্টিয়া অফিসের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম আলিফ নুর।
অনুষ্ঠানে মেয়েদের ব্যক্তিগত পরিছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ অসীম সরকার।
এসময় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ইসতিয়াজ ইউনুস, গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে তানিয়া, এসএমসি'র কুষ্টিয়া অফিসের সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, এসএমসি'র সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ শাব্বির আহমেদ, সিনিয়র সেলস মোশন অফিসার রেজাউল করিম, সিনিয়র টেরিটরি সেলস অফিসার এমরান হোসেন, গ্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক শামীম শেখ, পরিবার পরিকল্পনা বিভাগের দৌলতদিয়া ইউনিয়নের পরিদর্শক জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম আলিফ নুর বলেন, মেয়েদের মাসিক হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। এ নিয়ে কিশোরীদের উদ্বেগ ও উৎকন্ঠার কিছু নেই। তবে এ সময় তাদের সঠিক কি করনীয়, তা অনেকেই ভালভাবে জানে না। ব্যক্তিগত পরিছন্নতার বিষয়েও অনেকে অসচেতন থাকে। তাই এসএমসি'র এই ধরণের সচেতনতা ধর্মী অনুষ্ঠান অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। আশা করি এর মাধ্যমে কিশোরীরা অনেক কিছু জেনে ও তা সঠিকভাবে মেনে উপকৃত হবে।
অনুষ্ঠানে ৫শত স্কুলছাত্রী ও ২৬ জন শিক্ষক-কর্মচারীর হাতে এক প্যাকেট করে স্যানেটারি ন্যাপকিন 'জয়া' উপহার হিসেবে তুলে দেয়া হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com