রাজবাড়ীতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত “জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্পের অধীনে স্মার্ট নাগরিক গঠনে নবম ও দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহারের ট্যাব বিতরণ করা হয়েছে।
গতকাল ১৬ই মে দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১আসনের এমপি আলহাজ¦ কাজী কেরামত আলী সদর উপজেলার ১৭টি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ১০২জন মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব ট্যাব তুলে দেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে ট্যাব বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস ও ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান পিয়াল উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com