রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১৫ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে।
গতকাল ১৭ই মে ভোররাতে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে জেলে আব্দুল হাকিম শেখের জালে মাছটি ধরা পড়ে।
হাকিম শেখ জানান, প্রতিদিনের মতো গত ১৬ই মে রাতে পদ্মা নদীতে সহযোগিদের নিয়ে ট্রলারে মাছ ধরতে যান। রাতে কোন মাছ ধরা না পড়ায় নদীতে জাল ফেলে বসে থাকি। ভোররাতে জাল টেনে তুলতেই দেখতে পান বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। পরে মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়া দুলাল মন্ডলের মৎস্য আড়তে নিয়ে আসলে দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মাসুদ মন্ডল মাছটি উন্মুক্ত নিলামে ১২০০শ টাকা কেজি দরে মোট ১৮ হাজার টাকা দিয়ে কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী মাসুদ মন্ডল বলেন, সকালে দুলাল মন্ডলের আড়ৎ থেকে ১৫ কেজি ওজনের বাগাড় মাছটি উন্মুক্ত নিলামে ১২শ টাকা প্রতি কেজি দরে মোট ১৮ হাজার টাকায় কিনে নিই। পরে মাছটি আমার দোকানঘরে এনে বিভিন্ন ব্যবসায়ীর সাথে বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করছি। মাছটি প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা লাভ পেলেই বিক্রি করে দিব।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com