রাজবাড়ীতে বাংলাদেশ স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

কালুখালী প্রতিনিধি || ২০২৩-০৫-১৯ ১৪:৪৮:২৪

image

রাজবাড়ীতে বাংলাদেশ স্কাউটস জেলা শাখার উদ্যোগে গত ১৮ই মে দিনব্যাপী মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রাজবাড়ী জেলা স্কাউটস ভবনের হল রুমে আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা কমিশনার সুবর্ণা রানী সাহা।

এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস রাজবাড়ী জেলা শাখার সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান ও বাংলাদেশ স্কাউট ঢাকা অঞ্চলের উপপরিচালক শামীমুল ইসলাম।

এ সময় বাংলাদেশ স্কাউট রাজবাড়ী জেলা কমিশনার সৈয়দ শামসুন্নাহার চৌধুরী, অঙ্কুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নাইয়ার সুলতানা, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন

দিনব্যাপী মাল্টিপারপাস ওয়ার্কশপে রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলা থেকে উপজেলা সম্পাদক, কমিশনার, স্কাউট লিডার, কোষাধ্যক্ষ, যুগ্ম সম্পাদকবৃন্দ অংশ গ্রহণ করেন।

ওয়ার্কশপে ২০২২-২৩ অর্থবছরে শেষ হওয়া কার্যক্রম গুলো উপস্থাপনা এবং ২০২৩-২৪ অর্থবছরের কার্য পরিকল্পনা বিষয়ে ব্যাপক আলোচনা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com