বালিয়াকান্দিতে মানিকগঞ্জ দরবার শরীফের খেলাফতপ্রাপ্ত পীর জালাল চিশতির ইন্তেকাল

তনু সিকদার সবুজ || ২০২৩-০৫-২০ ১৪:৩৯:০৭

image

মানিকগঞ্জ বিশ্ব মঞ্জিল দরবার শরীফের খেলাফতপ্রাপ্ত পীর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাজার বেতেঙ্গা কালী বাড়ী গ্রামের বাসিন্দা জালাল চিশতি আল নিজামী (৫০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ১৯ শে মে রাত ৯.৪৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুম জালাল চিশতি আল নিজামী বাজার বেতেঙ্গা কালী বাড়ী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

পরিবার সুত্রে জানাযায়, গত ১৯ শে মে সকালে তিনি নিজ বাড়ীতে অসুস্থ হলে তাকে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করলে ফরিদপুর যাওয়ার পথে রাতেই তার মৃত্যু হয়।

মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয় স্বজন ও বহুভক্ত এবং গুণগ্রাহী রেখে গেছেন।

জালাল চিশতি আল নিজামীর মৃত্যুর খবর পেয়ে দুর দুরান্ত থেকে তার ভক্ত অনুসারীরা তাকে এক নজর দেখার জন্য মরহুমের বাড়ীতে ভিড় জমান।

গতকাল ২০ শে মে সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ীতে জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, জালাল চিশতি আল নিজামী ২০০৮ সালে মানিকগঞ্জ বিশ্ব মঞ্জিল দরবার শরীফের পীর শাহ্ সুলতান শাহেনশাহ্ হযরত খোরশেদ চাঁন কর্তৃক খেলাফত প্রাপ্তহন। এছাড়াও তিনি ঢাকা সিএমএম কোর্টে আইন পেশায় জড়িত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com