দৌলতদিয়ায় পদ্মার এক ডাই মাছ বিক্রি হলো সাড়ে ১৫হাজার টাকা

মইনুল হক মৃধা || ২০২৩-০৫-২১ ১৫:০৬:৪৮

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়া ৫ কেজি ওজনের একটি ডাই মাছ বিক্রি হয়েছে ১৫ হাজার ৫০০ টাকায়।

গত ২০শে মে দিবাগত রাতে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা যমুনার মোহনায় জেলে আনিস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

গতকাল ২১শে মে সকালে দৌলতদিয়া ফেরিঘাটের রওশনের আড়তে মাছটি বিক্রির জন্য আনা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারীরা শাহজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামের মাধ্যমে ৩ হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় কিনে নেন।

পরে মাছটি তিনি দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করে দেন।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, অনেক দিন পরে ডাই মাছ ধরা পড়ার খবর পেয়ে আমি রওশন মোল্লার আড়তে গিয়ে সর্বোচ্চ দরদাতা হিসাবে ৩হাজার টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় মাছটি ক্রয় করি।

পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৩হাজার ১০০ টাকা কেজি দরে ১৫ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছি। আজ এই ডাই মাছটি পেয়ে নিজের কাছে খুবই আনন্দ লেগেছে। মাছটি বিক্রি করে আমার ৫০০ টাকা লাভ হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com