ইসলামপুরে মৎস্যচাষী মোহাম্মদ আলীর ওপর নির্যাতনকারীদের বিচারের দাবীতে মানববন্ধন

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২৩-০৫-২১ ১৫:০৭:১৭

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামের মৎস্যচাষী মোহাম্মদ আলীর ওপর নির্মমভাবে নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

গত ২০শে মে সকালে ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে স্থানীয় মিজানুর রহমান, মেহেদী হাসান বাবলু, জয়তুন বিবি, জুলেখা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

তারা বলেন, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের সারুটিয়া গ্রামে এসে নতুন বাড়ী করেন মৃত বিষু শেখের ছেলে একেন শেখ। বাড়ী করার পর থেকেই সে বিভিন্ন মানুষকে টার্গেট করে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজী করাসহ মাদক ব্যবসা করে আসছে। ইতিপূবে একেন আলী শেখ ও তার ছেলে মেহেদী হাসান, স্ত্রী আছমা আক্তারের নেতৃত্বে সন্ত্রাসী গ্রুপ নিয়ে ভাতছালা গ্রামের সিদ্দিকের বাড়ী ভাংচুর করে তার ছেলেকে মারধর করে হাত, পা ভেঙ্গে দেয়। সিদ্দিকের পুত্রবধুকে গর্ভবতী অবস্থায় আঘাত করায় পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। এছাড়াও একেন শেখের ছেলে মেহেদী হাসান ছাগল চুরির ঘটনায় গ্রেফতার হয়ে জেল হাজতে থাকে। এরপর গত ৮ই ফেব্রুয়ারী সে দুই কেজি গাঁজাসহ আটক হয়ে বেশ কিছু দিন জেল খেটে জামিনে বের হয়ে আসে। এরপর গত ১৬ই মে তারা সারুটিয়া গ্রামের বাসিন্দা মৎস্যচাষী মোহাম্মদ আলী শেখকে অপহরণ করে রাজবাড়ী নতুন বাজার এলাকায় একটি বাড়ীতে আটকে রেখে তার কাছে থাকা ৩লক্ষ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তার ওপর বিভিন্নভাবে নির্যাতন চালায়। এরপর তারা তার কাছে ১০ লক্ষ টাকা মুক্তিপণ চায় ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। মোহাম্মদ আলী বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাটুরিয়া গ্রামবাসী এ সকল সন্ত্রাসীদের হাত থেকে বাঁচার আকুতি জানান এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

মানববন্ধন শেষে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের কাছে একটি স্বারকলিপি প্রদান করেন এলাকাবাসী।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com