পাংশায় ৩দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

মোক্তার হোসেন || ২০২৩-০৫-২৫ ১১:১৬:০৮

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৪শে মে বিকালে ৩দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হয়েছে। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় গত ২২শে মে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ৩দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।

 জানা যায়, গতকাল বুধবার বিকালে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষের সভাপতিত্বে ৩দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে মনিটরিং কর্মকর্তা মোঃ শাখাওয়াত হোসেন বিষয়ভিত্তিক আলোচনা করেন। পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ প্রশিক্ষণ থেকে লব্ধ জ্ঞান কৃষি কাজে প্রয়োগ করার গুরুত্বারোপ করেন।

 অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকগণ উপস্থিত ছিলেন। প্রতিদিন ৩০জন কৃষকের একটি করে ব্যাচ সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com