সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে কবি কাজী নজরুলের জন্মবার্ষিকী উদযাপন

মইনুল হক মৃধা || ২০২৩-০৫-২৬ ১৩:৫৩:৪২

image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে গতকাল ২৫শে মে দুপুরে রাজবাড়ীর সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে কবির জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
  কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আমীরুল ইসলাম লিন্টু, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আউয়াল আনোয়ার, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সোমা বোস, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফকীর আব্দুল বারেক প্রমুখ বক্তব্য রাখেন।
  এ সময় কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক শামসুন্নাহার সিদ্দিকা জলি, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক পুতুল রানী দাস, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শফিউদ্দিন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক স্বপন কুমার পোদ্দার, ইতিহাস বিভাগের বিভাগের প্রভাষক ফজলুল হক, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরীন আক্তার, ইসলামী ইতিহাস বিভাগের প্রভাষক রাজীব হাসান ও ইংরেজী বিভাগের প্রভাষক রমেশ কুমার আগরওয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন।  
  আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি করেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সোমা বোস। সঙ্গীত পরিবেশন করেন কলেজের শিক্ষার্থী জেরিন আক্তার ও মোহনা আক্তার।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com