পাংশায় মাদ্রাসার ভবন-মসজিদ ও কালচারাল সেন্টার নির্মাণ কাজের তদারকিকে ইউএনও

মোক্তার হোসেন || ২০২০-০৯-০৮ ১৪:৩৪:১৪

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস গতকাল ৮ই সেপ্টেম্বর সকালে পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার ৪তলা বিশিষ্ট বেগম লুৎফুন্নাহার একাডেমিক ভবন এবং পাংশা সরকারী কলেজের পাশে মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণ কাজ তদারকি করেন।
  জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস প্রথমে ৩ কোটি ২৫ লাখ টাকা ব্যায়ে পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার ৪তলা বিশিষ্ট বেগম লুৎফুন্নাহার একাডেমিক ভবনের প্রথমতলার ছাদ ঢালাই কাজ তদারকি করেন। ডিজাইন অনুযায়ী ভবনের নির্মাণ কাজ নিশ্চিতকরণে পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ ইব্রাহিম ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাফর আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
  উল্লেখ্য, চলতি বছরের ৯ই ফেব্রুয়ারী রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার ৪তলা বিশিষ্ট বেগম লুৎফুন্নাহার একাডেমিক ভবন ও একই মাদরাসার ৪তলা ফাউন্ডেশনের একতলা বিশিষ্ট আবুল মাহমুদ একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নামফলক উন্মোচন করেন।
  পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদরাসার একাডেমিক ভবনের ছাদ ঢালাই কার্যক্রম তদারকির পর ইউএনও বিপুল চন্দ্র দাস পাংশা সরকারী কলেজের পাশে ১৩ কোটি টাকা ব্যায়ে পাংশা মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণ কাজ তদারকি করেন। তিনি যথাযথভাবে নির্দিষ্ট সময়ের মধ্যে মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com