বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে ২টি কম্বাইন হারভেস্টার বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২৩-০৫-২৬ ১৩:৫৫:৩০

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি অর্থ বছরে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তা (ভর্তুকি) কার্যক্রমের আওতায় দুইজন কৃষকের মাঝে ২টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।
  গতকাল ২৫শে মে দুপুরে কৃষকের হাতে উপজেলা পরিষদ চত্ত্বরে কম্বাইন হারভেস্টার দুটির চাবি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। 
  এ সময় সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, এসিআই মটরসের এজিএম আতিয়ার রহমান, টি এম মাহাবুবুজ্জামান অভি, মার্কেটিং অফিসার মমিনুল প্রমুখ উপস্থিত ছিলেন।
  উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, এই যন্ত্রটির দ্বারা ধান ও গম কাটাই, মাড়াই, ঝাড়াই ও বস্তাকরণ সবই একটি যন্ত্রের মাধ্যমেই হবে। সুতরাং এখানে কৃষকের পরিশ্রম অনেকটা কমে যাবে এবং মাঝে মাঝে দেখা দেওয়া ফসল কাটতে জনবলের সংকট কমে যাবে। 
  তিনি আরো জানান, এক একটি যন্ত্রের দাম ৩৯ লক্ষ টাকা, তবে এ ক্ষেত্রে সরকার ভর্তুকি দিচ্ছে ১৫ লাখ ৭৫ হাজার টাকা করে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com