রাজবাড়ীতে রেল কর্মচারীদের ২দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

মাহ্ফুজুর রহমান || ২০২০-০৯-০৮ ১৪:৩৪:৫০

image

রাজবাড়ীতে রেলওয়ের মেট, কি-ম্যান ও গেট কিপারদের ২দিনব্যাপী স্থায়ী, অস্থায়ী ও পুনবার্সন প্রকল্পের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে। 
  রাজবাড়ী রেলওয়ে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে বাংলাদেশ রেলওয়ে পাকশীর প্রকৌশলী বিভাগ-১ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। 
  গতকাল ৮ই সেপ্টেম্বর দুপুরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং অংশগ্রহণকারী রেল কর্মচারীদের হাতে সনদপত্র তুলে দেন রাজশাহী রেলওয়ের অতিরিক্ত প্রধান প্রকৌশলী(ব্রীজ) লিয়াকত শরীফ খান। 
  রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাসের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজশাহী রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-১ বীরবল মন্ডল, রাজবাড়ী রেলওয়ের এসএসএই জিহাদ হোসেন ও কুষ্টিয়ার এসএসএই সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। রাজবাড়ী রেলওয়ের ১৬০ জন মেট, কি-ম্যান ও গেট কিপার প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com