কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ ১জন মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার || ২০২০-০৫-১৩ ১৮:০৩:০২

image

র‌্যাবের অভিযানে গত ১২ই মে রাতে কুষ্টিয়া সদরের জুগিয়া ভাটাপাড়া গ্রাম থেকে ১৮ বোতল ফেনসিডিল ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং সাদ্দাম হোসেন খোকন (২৬) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। 
  গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন খোকন জুগিয়া ভাটাপাড়া গ্রামের মৃত এনামুল হোসেনের ছেলে। উদ্ধারকৃত ফেনসিডিল ও গাঁজাসহ র‌্যাব তাকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করেছে। 
  এছাড়া র‌্যাবের অভিযানকালে জুগিয়া ভাটাপাড়া গ্রামের রাকিবুল ইসলাম(২৭) নামে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত ও পলাতক দু’জনের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।         

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com