রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য ২ কোটি ২১ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
গতকাল ২৭মে শে সকালে ইউনিয়ন পরিষদের হলরুমে উন্মুক্ত বাজেট সভায় ইউপি সচিব আব্দুল মোমেন মোল্লা এ বাজেট ঘোষণা করেন।
বাজেট সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম।
ইউপি সচিব আব্দুল মোমেন মোল্লা জানান, এবারের বাজেটে রাজস্ব খাতে ৫২ লাখ ৬২ হাজার ৭০ টাকা এবং উন্নয়ন খাতে ১ কোটি ৬৯ লাখ ১ হাজার ৫৩৬ টাকা ধরা হয়েছে।
বাজেট সভায় বহরপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য খলিলুর রহমান বিশ্বাস, ৮ নং ওয়ার্ডের সদস্য মুরাদ বিশ্বাস, ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা সদস্য শিরিনা আক্তার বিউটি প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বলেন, এটি আমার ১৩ তম বাজেট। প্রতি বাজেট ঘোষণার সময়ই আমি চেষ্টা করি একটি জনবান্ধব বাজেট উপস্থাপন করার। আমরা যে বাজেট তৈরি করি তা সব সময় আমাদের ইউনিয়নের মানুষের কথা মাথা রেখেই করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com