গোয়ালন্দের শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৫-২৭ ১৪:২৭:৫২

image

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫ কোটি ৭৮ লক্ষ ৬৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত রাজবাড়ী জেলার গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ৬তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

  গতকাল ২৭শে মে দুপুরে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচনের মাধ্যমে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী নবনির্মিত ভবনটির শুভ উদ্বোধন করেন।

  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আব্দুল জব্বার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা, গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফকীর আব্দুল কাদের, গোয়ালন্দ ঘাট থানার ওসি(তদন্ত) কর্মকর্তা উত্তম কুমার ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধাসহ স্থানীয় জনপ্রতিনিধি অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

  উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়রা জহুর।

  উল্লেখ্য, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫ কোটি ৭৮ লক্ষ ৬৮ হাজার টাকা চুক্তিমূল্যে ৬ তলা বিশিষ্ট নতুন এ একাডেমিক ভবনের নির্মাণ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মিলন এন্টারপ্রাইজ। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com