রাজবাড়ীতে বীমাদাবীর ৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেল অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ইউরেকা গার্মেন্টেস

এম. মনিরুজ্জামান || ২০২৩-০৫-২৯ ১৬:৩৭:৪৭

image

রাজবাড়ী সদর উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ইউরেকা গার্মেন্টেস এন্ড ফিনিসিং সেন্টার নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে বীমা দাবীর ৯ লক্ষ ৬হাজার টাকার চেক প্রদান করেছে ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানী।

  গতকাল ২৯শে মে ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানী রাজবাড়ী শাখা অফিসে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মালিকদের হাতে বীমা দাবীর চেক তুলে দেন রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র মহম্মদ আলী চৌধুরী।

  এ সময় ইস্টল্যান্ড ইন্সুরেন্সের রাজবাড়ী শাখার ব্যবস্থাপক মোঃ মাসুদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল করিম, ইউরেকা গার্মেন্টেসের মালিক মজিবর রহমান, আব্দুর রশিদ ও আক্কাস আলী কাজী উপস্থিত ছিলেন।

  উল্লেখ্য, বিগত ২০২২ সালের ১৩ই জুন রাজবাড়ী সদর উপজেলার বালিয়াডাঙ্গি গ্রামে ইউরেকা গার্মেন্টেস এন্ড ফিনিসিং সেন্টারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com