রাজবাড়ী জেলায় আরো ২৮ জনের করোনা শনাক্ত॥মোট আক্রান্ত ২৮৩৫

স্টাফ রিপোর্টার || ২০২০-০৯-০৮ ১৪:৩৭:০৩

image

রাজবাড়ী জেলায় ১দিনে নতুন আরো ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২হাজার ৮৩৫ জনে।  
   রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গতকাল ৮ই সেপ্টেম্বর জেলার আরো ১৩৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। গত ৫ই সেপ্টেম্বর নমুনাগুলো পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। তাদের মধ্যে ২৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ১৮জন রাজবাড়ী সদর, ৫জন পাংশা, ১জন কালুখালী ও ৪জন গোয়ালন্দ উপজেলার। 
   সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৪ জন মারা গেছেন এবং ১ হাজার ৯৪১ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। এছাড়া ২১জন হাসপাতালে ভর্তি এবং ৮৪৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।    
  উল্লেখ্য, গতকাল ৮ই সেপ্টেম্বর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার রোখসানা(৪২), আক্কাস আলী(৫২), সাদিয়া(২০), বর্তিকা(৩১), নাজমুস শাহাদাত(৫৫), নার্গিস আক্তার(৪৫), ফিরোজ শেখ(৫৩), উম্মে হাবীবা(৩৩), সজল কুমার(২৭), আক্কাস আলী(৩৮), মোসলেম উদ্দিন(৪৫), উম্বর আলী(৬২), হাবিবুর(৫৫), হুমায়ুন কবির(৩২), শামলা(৬০), নূরুল ইসলাম(৫৫), সিরাজুল(৪২), শামসুন নাহার(৬৩), শামীমা আক্তার(৪৬), অরিন(১৬), সুফিয়া বেগম(৭২), পাংশা উপজেলার মোঃ জনাব আলী(৪৫), নিশাত হোসেন(৩২), মোঃ হাফিজুর রহমান(৩৩), নায়েব আলী(৪৫), মোঃ হাবিবুর রহমান(৭৪); গোয়ালন্দ উপজেলার মোছাঃ রোমানা পারভীন, কামরুল ইসলাম(৩০), তানজিনা সুলতানা(২৯) ও রাবেয়া আক্তার(৩৭) এবং কালুখালী উপজেলার সুজাউদ্দিন(৩৫)। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com