জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ঢাকা বিভাগের মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা।
গত ২৮ ও ২৯শে মে রাজধানীর রেসিডেনসিয়াল মডেল কলেজে ঢাকা বিভাগীয় ও ঢাকা মহানগর পর্যায়ের চূড়ান্ত ফলাফলে রাজবাড়ীর ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার নাম ঘোষণা করা হয়।
ভান্ডারিয়া দরবার শরীফের মরহুম পীর আলহাজ¦ মাওলানা মোজাম্মেল হক (রহঃ) কর্তৃক প্রতিষ্ঠিত এ মাদ্রাসাটি এর আগে ২০১৪ সালে দাখিল পরীক্ষায় ঢাকা বিভাগে ১৬তম, ২০১৩ সালে সারাদেশে ১৩ তম, ২০১২ সালে ঢাকা বিভাগে ৯ম ও সারাদেশে ২৬তম, ২০১১ সালে জেডিসি পরীক্ষায় ঢাকা বিভাগে ১৩ তম ও সারাদেশে ২৭তম স্থান অর্জন করেছিল।
এ বছর মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মাদ ফয়েজুর রহমান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা আবুল এরশাদ মোহাম্মাদ সিরাজুম্মুনির এ সাফল্যের জন্য আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে বলেন, ছাত্রদের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষক মন্ডলীর অকৃত্রিম প্রচেষ্টা এবং অভিভাবক ও প্রশাসনের নেক দৃষ্টিতেই এ সাফল্য এসেছে। তিনি উত্তরোত্তর সাফল্যের জন্য সকলের দোয়া কামনা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com