নিষিদ্ধ রঙ ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরী করায় কালুখালীর গান্ধিমারায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৫-৩১ ০৩:৪৯:৩৫

image

খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গান্ধিমারা বাজারে দুটি মিষ্টির দোকান মালিককে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  গতকাল ৩০শে মে বাজার তদারকি অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান প্রতিষ্ঠান দুটিকে এ আর্থিক জরিমানা করেন। 

  প্রতিষ্ঠান দুটি হলো গান্ধিমারা বাজারের পলাশ মিষ্টান্ন ভান্ডার ও আনন্দ দধি ভান্ডার।

  এদের মধ্যে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে পলাশ মিষ্টান্ন ভান্ডারকে ৭হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে আনন্দ দধি ভান্ডারকে সাড়ে ৩হাজার টাকা জরিমানা করা হয়।

  জনস্বার্থে এ বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com