পাংশা উপজেলার গড়াই নদী থেকে ইজারা ছাড়াই চলছে অবৈধভাবে বালু উত্তোলন!

মিঠুন গোস্বামী || ২০২৩-০৫-৩১ ০৩:৫৭:২৭

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদী থেকে ইজারা ছাড়াই অবৈধভাবে বালু উত্তোলন করছে প্রভাবশালী একটি চক্র।

  ফলে সরকার বিপুল রাজস্ব হারানোর পাশাপাশি হুমকির মুখে পড়েছে এই বালু ঘাটের পার্শ্ববর্তী কৃষি জমি। 

  সরেজমিনে গিয়ে দেখা যায়, পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের বড়খোলা নামক স্থানের গড়াই নদী থেকে ইজারা ছাড়াই অবৈধ ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত এসব বালু বিভিন্ন বাহনের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

  স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন সূর্য উদয়ের পূর্ব থেকে এস্কেভেটর(ভেকু) মেশিন দিয়ে শুরু হয় বালু উত্তোলন, চলে সন্ধ্যা অব্দি। প্রতিদিন গড়ে কয়েকশত গাড়ি বালু উত্তোলন করা হয়। তারা জানায়, এলাকার বদিয়ার, তুহিন ও রফিকুলসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি এই বালু উত্তোলনের সাথে জড়িত।

  বালুবাহী ট্রাক্টর চালকরা জানায়, তারা প্রতি ট্রাক্টর বালু নির্দিষ্ট দাম দিয়ে কিনে নেন। এরপর বিভিন্ন এলাকায় প্রতি ট্রাক্টর বালু ৭০০ থেকে ১০০০ টাকা দরে বিক্রি করা হয়।

  কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার সুফল মাহমুদ বলেন, গড়াই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। অন্যদিকে ফসলী জমি চাষের জন্য তৈরি ট্রাক্টর দিয়ে বালু নিয়ে যাওয়া হচ্ছে। এসব ট্রাক্টর চালকের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। অতিরিক্ত লোড দেওয়া ট্রাক্টর রাস্তা দিয়ে চলাচলের ফলে দ্রুত রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। 

  এ ব্যাপারে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নাই। তবে এমন হলে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com