রাজবাড়ী জেলার গোয়ালন্দে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে "পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইন্সটিটিউশন(চইএঝও)" স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার প্রধান, বিদ্যালয় পরিচালনা ম্যানেজিং কমিটি, মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানজেমেন্ট সিস্টেম ও গভর্নিং বডির সভাপতিদের নিয়ে দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৩১শে মে উপজেলা পরিষদের সভাকক্ষে দিনব্যাপী এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে ওয়ার্কশপে গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মাদ ইকবাল হাসান, গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের প্রতিষ্ঠাতা ফকীর আঃ কাদের, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগম, সাহাজদ্দিন মন্ডল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক আরিফা বেগম, গোয়ালন্দ শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালন্দ সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটের সভাপতি ও গোয়ালন্দ শহীদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।
ওয়ার্কশপে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান ৭টি প্রতিষ্ঠানের অনুকুলে বরাদ্দকৃত ৫ লক্ষ টাকা ব্যয়ে শ্রেণি বিন্যাস করে বক্তব্য রাখেন। পাশাপাশি কারিগরি দিকে সহযোগিতা করেন ফরিদপুর সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com